April 1, 2025

31 thoughts on “মধ্যরাতে ছাত্র-জনতার দখলে জিরো পয়েন্ট, আ.লীগের কয়েকজন গ্রেফতার | Zero Point | Jamuna TV

  1. এই কাজটা আমার পছন্দ হলো না আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা ও এই ধরণের কাজ করতো আপনারাও যদি তাই করেন তা হলে আইনের সুশাসন কি ভাবে কায়েম হবে এই দেশে

  2. সফল হতে চাইলে আগে আইন শৃঙ্খলা বাজার সাভাবিক করেন সাধারণ মানুষ সহসকার বুঝে না

  3. গ্রামীণ ব্যাংক ও যমুনা টিভির কার্যালয় কে এবার আওয়ামী লীগের পার্টি অফিসের টয়লেট বানানো হবে ইনশাআল্লাহ

  4. তিন মাস হয়ে গেল আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত। এই দুই মাসে বহু আওয়ামী সমর্থকদের ফেসবুকে পোস্ট দেখেছি, কথাও হয়েছে কয়েকজন সমর্থকের সাথে কিন্তু কাউকে বলতে শুনিনি যিনি সবকিছু মিলে খুব অনুতপ্ত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি আবু সাঈদ, মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুণ মৃ'ত্যুতে তারা একটু অনুতপ্ত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা খুবই দুঃখিত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি যে, বিচার বহির্ভূত গুম, খুন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক!!
    আমি শুধুই বলতে শুনেছি,,,,,
    "দেখবো ইউনুস কয়দিন চালায়"
    "আগের সরকারই ভাল ছিল"
    "এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল"
    "দেশ ২০ বছর পিছিয়ে গেল"
    আসলে আমার খুব জানতে ইচ্ছা করে,
    একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি এটা যে আমরাই সঠিক আর বাকীরা সব বেঠিক?
    একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার কোন বিবেক থাকবেনা, আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে, দেশের মানুষের প্রতি আমার কোন মায়া থাকা যাবেনা ?
    একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার নেতা নেত্রী ফেরেস্তা সমতুল্য এবং তারা সকল ভুলের উর্ধ্বে?
    ধিক্কার জানাই ঐ সমস্ত দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মী, নেতা ও সমর্থকদের যাদের কোন অনুশোচনা নেই এবং নেই নিজ জাতি ও দেশের প্রতি মায়া ভালবাসা আন্তরিকতা।

  5. আমি মনেকরি,এখানে সকল ফোর্সের আওয়ামী পন্থী কর্মকর্তা আমলা ব্যবসায়ী সহ ডিজিএফআই এনএসআই গোয়েন্দা বাহিনী ও সেনাবাহিনীর একটা লীগ পন্থী অংশ এটার সাথে জড়িত, নাহয় আ-লীগ এই বর্তমান পরিস্থিতিতেও কেমনে এতবড় হুমকি দেয়।
    আগে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কারা কারা লীগের সাথে সম্পর্কে জড়িত তাদের খুঁজে বের করেন।
    নাহয় এই সংকট উত্তরণ সম্ভব নয়।

  6. সাধারণ মানুষ জানে আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র দল যারা বাংলাদেশকে উন্নত করছে সাধারণ মানুষের পাশে থাকছে সাধারণ মানুষের কথা ভাবে জামাত-বিএনপি এগুলো হচ্ছে সন্ত্রাসী দল এগুলো দেশটাকে ধ্বংস করে দিয়েছে এদেরকে প্রতিহত করা উচিত সাধারণ মানুষের

  7. একটা কথা বুঝতে পারছি নাহ। কাল কের আগের দিন দেখলাম এরা ছাএদল এর সাথে মিছিল দিচ্ছে, মানে এরা ছাএ দল তাহলে এরা সাধারণ শিক্ষার্থী হয় কি ভাবে……..? 😅😊 ভালো মিথ্যাচার করতে পারনেন চালিয়ে যান 😂😂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *