April 5, 2025

38 thoughts on “এপ্রিল মাস নিয়ে ভয়ংকর তথ্য দিলো আবহাওয়া অফিস | Rainstorm | Thunderstorm | Kalbaishakhi | Heatwave

  1. আমি আমাদের বাংলাদেশের আবহওয়াবীদের মত ভুয়া খবর কোথায় দিতে দেখি নাই। শীত নিয়ে যেই খবর বলসে কিছুই মিলে নাই তারপর গত মাসে নাকি কালবৈশাখী ঝড় হয় সেটায় হতে দেখলাম না। তাই তাদের তথ্য আমার কাছে সঠিক মনে হয় না।

  2. কই হলো বৃষ্টি, শিলা বৃষ্টি, কাল বৈশাখী জ্বর, লগু চাপ, | টাকা দিয়া পানি দিলাম জমিতে |

  3. আল্লাহ্ কৃষকদের ফসল রক্ষা করুন। সবার রিজিককে সহজ করে দিন। আমিন।।

  4. ইয়া আল্লাহ আপনি আমাদের দেশের উপর রহমত নাজিল করুন আমিন আমাদের হেফাজত করুন আমিন

  5. হে আল্লাহ আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ তুমি আমাদের কৃষি সমাজকে রক্ষা কর আমিন

  6. আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ দান করুন। আমাদের দেশের কোটি কোটি একর ধান করা হয়েছে।

  7. এ আমি বিশ্বাস করি না!
    আমাদের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস আর ধোঁকাবাজ গার্লফ্রেন্ডের কথা একইরকম লাগে আমার কাছে।

  8. পরিবেশের এই অবস্থার জন্য মানুষরাই দায়ী গাছপালা কেটে ফেলতেছে নদী পুকুর খাল বিল সব ভরাট করে বড় বড় বিল্ডিং শপিং মল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গার্মেন্টস বানাচ্ছে প্রকৃতি আর প্রকৃতি রয়েছে কি ? গ্রাম ও এখন শহর হয়ে যাচ্ছে সামনের দিনগুলো আরো ভয়-ঙ্কর হবে ফসল ফলানোর জমি থাকবে না।
    নদী পুকুর না থাকলে মাছ চাষ করবে কিভাবে ? মানুষ না খেয়ে ম-রবে প্রকৃতি নষ্ট করছে না ? প্রকৃতির অভি-শাপ খুবই খারাপ।

  9. যেহেতু এটা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে সেহেতু চিন্তার কোন বালাই নাই ….. 😂😂😂😂😂

  10. আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে।
    ইনশাআল্লাহ আল্লাহর রহমত আল্লাহ তার বান্দাদের নিরাশ করে না।

  11. 😢😢😢হে আল্লাহ সবাইকে হেফাজত করুন 😢 বাংলাদেশের সহ দুনিয়ার সকল কে সাহায্য করুন

  12. আমাদের হাওর এলাকার কৃষক ভালো নেই পানির অভাবে জমি শুকিয়ে মাটি ফেটে গেছে
    আমাদের অনেক ক্ষতি হচ্ছে 😢😢
    সকলের কাছে দোয়া কামনা করছি

  13. প্রতিবেদকের আক্কেল জ্ঞান নেই। তাপপ্রবাহ, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এ মৌসুমের নিয়মতান্ত্রিক ঘটনা। এটাকে দুঃসংবাদ বলা ঠিক না।

  14. লা ইলাহা ইল্লা ইন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজজলিমিন। সবাই পড়তে থাকুন

  15. খবর শুনতে ভালো লাগে যখন শুনি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলে বাংলাদেশে কিছু হবে এইটা বিশ্বাস করা খুবই মুশকিল😅

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *