May 21, 2025

35 thoughts on “আগামী ৩০ বছরে ডুবে যাবে ১৯ জেলা? যা বললেন পরিবেশ উপদেষ্টা | Climate Change | Rizwana | Jamuna TV

  1. দেশ চালাতে পারছেন না আবার বড়ো বড়ো লেকচার,সারা বিশ্বে যুদ্ধ আর যুদ্ধ লাশের গন্ধ বারুদের গন্ধ এতে পরিবেশ বাধে না,জলবায়ু পরিবর্তনের কারনে উত্তর মেরু বরফ গলে যাচ্ছে সারা পৃথিবীর মানুষের টনশন নেই,আমাদের দেশের পলিথীন আর ইট ভাটা বন্ধ করে দিলে সব ঠিক হবে।

  2. এদের কি দ্বায়িত্ব দিয়েছে আর এরা কি করে এরা কি ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্তে ব্যাস্ত

  3. ভালোই হয়। এমনিতেও এই ব্যাকা ত্যারা মানচিত্র দেখতে ভালো লাগেনা। পারলে একটু গোলগাল বা স্কয়ার করে দিয়েন, কিউট লাগবো।

  4. ২০ বছর আগের থেকে শুনে আসছি। এতো জ্ঞান শুনতে চাই না। জ্ঞান কম কম দেন। আগের কাজ আগে করুন, কথা কম কাজ করুন।

  5. ৩০বছর মানে ভবিষ্যৎ, কিন্তু বর্তমানে যে নদী ভাংগনে গ্রামের পর গ্রাম বিলিন হচ্ছে, সেদিকে আগে পদক্ষেপ নেন। স্থায়ী বাধ নির্মাণ করুন ভাংগন প্রবল এলাকায়।

  6. নাটকিয় ভংগিমায় কথা বললে তো হবে না।বিশ্বের যেসব দেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না।

  7. জলবায়ু পরিবর্তন যে ফান্ড গঠন করা হয়েছিল, ২০০৯সালে তার অর্থ গুলো তো সঠিক ভাবে ব্যবহার করা হয়নি, রাঘববোয়ালদের শুধু টাকার পাহাড় হয়েছে।

  8. পলিথিন ব্যাবহার থেকে দূরে থাকুন 🙂 🎈
    এগুলো ব্যাবহার করলে আপনারওই সমস্যা হবে

  9. এটা সবাই জানে,,,কিন্তু উপদেষ্টা জানতেন না,,,নতুন ভাবে শুনছে তো,,,এজন্য পকপক করছে

  10. আসিফ নজরুল স্যার কে যারা অপমান করেছে তাদের ঠিকানা বাংলাদেশ থেকে বের করেন

  11. আমাদের তো মনে হয় পলি জমে আরও নতুন নতুন ভুমি জমে আরও বড় হয়ে যেতে পারে,মহান আল্লাহর রহমতে।

  12. ভারত পানি ছাড়ছে বলে বঙ্গপোসাগরের পানি বেড়ে, এর পিছে ভারতের ষড়যন্ত্র। বয়কট ভারত

Leave a Reply to @sarminsultana5768 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *